প্রোজেক্ট সম্পর্কে

 

“দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প” 

 

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেখানে প্রায় ১৫ হাজার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮ লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে এই বিপুল পরিমাণ শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়ার ব্যবহার উন্নততর শিক্ষা গ্রহণের সুযোগ করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থায় ICT বা মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে ২১ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হিসেবে গড়ে তুলবে।

বর্তমান উন্নয়নমুখী সরকার মাদ্রাসা শিক্ষাকে যথাযথ গুরুত্ব প্রদানপূর্বক আধুনিকায়ন করতে পৃথক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (DME) সৃষ্টি করেছেন। যার অধীনে উন্নততর শিক্ষা প্রদানের নিমিত্ত দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প পরিচালিত হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে Laptop, Projector, Interactive White board, UPS, Speaker, Internet Modem, প্রকল্পভুক্ত মাদরাসায় সরবরাহ এবং Installation করা হবে। সমৃদ্ধ টিচারপুল তৈরীর লক্ষ্যে শিক্ষকদের Content Development এর প্রশিক্ষণ দেওয়া হবে। Content Development প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি মাদরাসার একজন ICT জ্ঞানসম্পন্ন শিক্ষক তৈরী করা হবে। যার মাধ্যমে মাদরাসা শিক্ষকদের মধ্যে প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ করা হবে।

 

প্রকল্পের সংক্ষিপ্ত তথ্য

প্রকল্পের নাম : দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প।

প্রকল্প বাস্তবায়ন মন্ত্রণালয়ের নাম : কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর : মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

প্রকল্পের মেয়াদ কাল : 01-07-2017 থেকে 30-06-2021।

মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের তারিখ : ২৯-১০-২০১৭।

পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদনের তারিখ : ০৫-১১-২০১৭।

করিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রশাসনিক অনুমোদনের তারিখ : ২২-১১-২০১৭।

প্রকল্পে বরাদ্দকৃত টাকার পরিমাণ : ৩০৬৪.৭৭ লক্ষ টাকা।

প্রকল্পে তালিকাভুক্ত মাদরাসার সংখ্যা : ৬৫৩টি। (প্রতি মাদরাসায় ১টি করে শ্রেণীকক্ষ)।

 

প্রকল্পের উদ্দেশ্য :

ক। সমৃদ্ধ টিচারপুল তৈরির লক্ষ্যে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন করা।

খ। মাল্টিমিডিয়া তথা আইসিটি ভিত্তিক শিখন-শিখানো পদ্ধতির মাধ্যমে মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা।

গ। শিক্ষার্থীদের ক্লাসমুখি করার জন্য উদ্দীপনামূলক পদ্ধতির উদ্ভাবন।

ঘ। আইসিটি ব্যবহারের মাধ্যমে শিখন-শিখানো কার্যক্রমের উন্নয়ন করা।

ঙ। মাদরাসার মধ্যে শেয়ারিং করার জন্য একটি আদর্শ বিষয়বস্তু ব্যাংক (Standard Content Bank) এবং প্লাটফর্মের উন্নয়ন।